রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অতীত স্মৃতি

কবিঃ এস.আই. জনি

অতীত সে-তো অতীত নহে
বলেন গুণী জ্ঞানী ,
কালের স্রোতে স্মৃতি রহে
সবাই সেটা জানি ।

মনের কোণে অনেক স্মৃতি
নিত্য উঁকি মারে ,
ভালোবাসার মধুর প্রীতি
ভোলা যায়না তারে ।

এমন কিছু স্মৃতি আছে
রোজই মনে পড়ে ,
মনের খাতায় আগেপাছে
উথাল-পাথাল করে ।

দুঃখের স্মৃতি পড়লে মনে
চোখের জলে ভাসি ,
সুখের হলে সঙ্গোপনে
মনেমনে হাসি ।

অতীত যতো দূরে রাখো
মনে বাজায় গীতি ,
ভুলে থাকতে পারি নাকো
আমার অতীত স্মৃতি ।

রচনাকালঃ ২১/০১/২০২২ ইং শুক্রবার

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024