শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলকে করেছি বরণ

কবিঃ স্বপন সরকার
 
তোমার যত কাব্যকিতা,যত রাগ অনুরাগ
জানি আমি তা শুধু অন্য জনের জন্য,
মনের মাধুরি মিশিয়ে বাহারি রঙ ছটায়
লিখেছিলো যে হৃদয়ে তোমারই ছবি 
সবই আজ বিবর্ণে হয়েছে অন্তঃসারশূন্য। 
 
অথচ এ মন শুধু আঁকেনি তোমারই ছবি
লিখেছে হৃদয় নিংড়ানো সব কাব্যকথা,
ভেবেও ছিলাম আমি শুধু তোমারই হবো 
তোমারই হৃদকুঞ্জে আলোর দিশারি হয়ে 
আঁধার ঢেকে গিয়ে আলোই আনবে স্বার্থকতা। 
 
ভুল ছিলো কিনা জানিনা,স্বপ্নের তুমিই 
হবে একদিন মিথ্যে মরিচীকা,
ধুধু বালুচরের তপ্ততার মাঝে এসে 
টানবে স্বপ্নের নিদারুন যবনিকা। 
 
কতোটা পাষাণ চিত্ত তোমার, আমাকে বুঝেও
পারোনি করতে নিজেকে সংবরণ, 
তোমার এই না পারাতে ধিকিধিকি জ্বলে জ্বলে
আমার হৃদয়ের পবিত্র মন্দির
শেষ পর্যন্ত অনলকে করে নিয়েছে বরণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১