মিশিগান প্রতিদিন ডেস্কঃ গতকাল ৩১ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নগরীর মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে সুপ্রভাত মিশিগান’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রকাশক ও সম্পাদক চিন্ময় আচার্য্য। অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামেক সিটির কাউন্সিলর কামরুল হাসান, দৈনিক খোয়াই-র সম্পাদক শামীম আহছান, ঠিকানা পত্রিকার সৈয়দ শাহেদ হক, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, সিলেটের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী, মিশিগান শিব মন্দির-টেম্পল অব জয়ের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, সুপ্রভাত মিশিগানের সহযোগি সম্পাদক আশিকুর রহমান, বার্তা সম্পাদক তোফায়েল রেজা সোহেল এবং ফিচার এডিটর সৈয়দ আসাদুজ্জামান সুহান প্রমুখ।
অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের জন্মদিনের সাথে হৈ হুল্লোড় আর আনন্দ-উল্লাসে থার্টি ফার্স্ট নাইটও উদযাপন করা হয়। নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, ধামাইল ও কেক কাটা। সাথে ছিল নৈশভোজ।