কবিঃ জ্যোৎস্না পাল
আঁধার পথের যাত্রী যারা
শীতে তারা কাঁপে
অট্টালিকায় আছে যারা
সুখেতে দিন যাপে।
কষ্টে কাটে শীতের রাত্রি
দুঃখে কাটে কাল,
ক্ষুধার জ্বালা ওষ্ঠাগত
শীতে নাহি শাল।
অনাথ শিশু আবাস বিহীন
পথের ধারে বাস,
রুগ্নদেহে কৃশকায় যে
অর্ধমৃত লাশ।
হাড় কাঁপুনি ঠকঠকাঠক
বাঁকা জীবন পথ ,
মাতাপিতার স্নেহ হারা
চাকা বিহীন রথ।
সমাজচ্যুত জীবন যাপন
দিবানিশি শোক,
শীত বসন্ত হেমন্তকাল
অহর্নিশি দুখ।