রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অমানুষ

কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন

পরের ধনে পোদ্দারি করে
কিছুকিছু অমানুষ ,
অযথা অন্যের ভুল ধরে
ভালো কাজে নাই হুশ ।

নিজের শত দোষ থাকতে
অপরের দোষ ধরে ,
অন্যদের দাবিয়ে রাখতে
তর্ক করে গায়ে পড়ে ।

মানুষরূপী অমানুষের
মন্দ থাকে ব্যবহার ,
মনে ব্যথা দেয় অপরের
জঘন্য সে অনাচার ।

অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে
চলা তাদের স্বভাব ,
মুর্খের ন্যায় চলে দাপিয়ে
শুদ্ধ জ্ঞানের অভাব ।

আবোলতাবোল কথা বলে
মানব রূপী হায়না ,
জ্ঞানী লোক ভাসে আঁখি জলে
যোগ্য সম্মান পায়না ।

নিজেকে নিজে পণ্ডিত ভাবে
আসলে সে বেয়াকুব ,
এদের হাতে যে ধরা খাবে
দেখবে আসল রূপ ।

ছদ্মবেশী শয়তান এরা
দেখলে বোঝায় ভালো ,
মনের মধ্যে ছলনা ঘেরা
অন্তর তাদের কালো ।

সাধুর বেশ ধারণ করে
অন্যকে আঘাত দেয় ,
মন্দ ব্যবহারে অশ্রু ঝরে
ব্যথা লাগে কলিজায় ।

এস.আই.জনি ভেবে বলে
ওগো মহান বিধাতা ,
জঘন্য আচরণের ফলে
ব্যথা সইতে পারিনা ।

পরের ধন নিজের ভেবে
উড়ায় যারা ফানুশ ,
পরকালে কি জবাব দেবে
সেইসব অমানুষ ??

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024