একদিন বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে এসেছে মাহেন্দ্রক্ষণ। ক্যারিবীয় অঞ্চলে টেস্ট ক্রিকেটে এটা টাইগারদের তৃতীয় জয়। আগের জয়টি ছিল ১৫ বছর আগে। এই সংস্করণে অন্য কোনো দেশে দুটির বেশি জয় পায়নি বাংলাদেশ। উইন্ডিজদের বিপক্ষে টেস্টে সিরিজে সমতা ফেরাতে বল হাতে যৌথভাবে পারফরম্যান্স করে সিরিজ সেরা পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় টেস্টে তিন উইকেটসহ পুরো সিরিজে নিয়েছেন ১১ উইকেট। সিরিজ সেরা পুরস্কার জিতে স্বভাবতই খুশি তাসকিন। সামনে আরো বড় কিছু অর্জনের আশা এই পেসারের। এর আগে অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেটসহ নিয়েছেন ৮ উইকেট। জয়ের পথে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে আউট করেছেন কেসি কার্টি ও আগের টেস্টে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভসকে।সিরিজ-সেরা হয়ে উচ্ছ্বসিত তাসকিন ম্যাচ শেষে বললেন, ‘দুটা ম্যাচেই সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন সিরিজ-সেরা হিসেবে। আরো অনেক আসবে। আমি আমার কাঁধ নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো। আশা করছি এমন বড় অর্জন আরো হবে সামনে।’
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুদ্রার উল্টোপিঠ দেখেছে বাংলাদেশ। পরপর দুই সিরিজ হারে কিছুটা হতাশায় ছিল দল। সেখান থেকে ১-১ ড্র করে কিছুটা হলেও হতাশা কেটেছে দলের। এ প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটা সিরিজ হারায় আমরা মোরালি ডাউন ছিলাম। আমরা অনেক শক্তিশালীভাবে ফিরে এসেছি।’
২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জিতল বাংলাদেশ। ১৫ বছর পর এটি বড় জয় হিসেবে দেখছেন তাসকিন, ‘এটা আমাদের অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলই সংগ্রাম করে।’