কবিঃ রাসেল আহমেদ সাগর
ভোরের উজ্জ্বল সূর্যের হাসিটা
তোমাকে দিলাম,
মেঘলা আকাশের আর্তনাদ ভরা জল
ভালবাসা দিয়ে কিনে নিলাম।
রঙিন পৃথিবীর সবটুকু রঙ
এখন শুধুই তোমার,
দুঃখ গুলো সাদা কালো হয়ে
রয়ে থাকনা আমার।
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড
আমার স্বপ্ন ছিল যত,
দুঃখ নেই তাতে আর
তোমার মুখে হাসি থাকে যেনো অবিরত।
আমার দু চোখের অশ্রু
ব্যর্থতার ব্যাংকে রাখবো জমা,
লাভ আসল সুদ হলে
করে দিও ক্ষমা।
বজ্রপাতের মত গর্জন হবে না
নীরবে বৃষ্টির মত জল ঝরবে,
কষ্টের প্লাবনের স্রোতে
সৃতি গুলো শুধুই ভাসবে।
গন্তব্যহীন একলা একা শুরু
আমার পথচলা,
হয়তোবা হবে দেখা
হবেনা আর কথা বলা।
ভালবাসার আদালতে আজ
আমি অপরাধী,
স্বেচ্ছায় করব সাজাভোগ
কারণ আমি কয়েদি।
দোহাই লাগে তুমি কখনো
হইয়ো না আনমনা,
আমার অশ্রু অভিশাপ নয়
তোমার জন্য শুভকামনা।