আইফোন বিক্রি কমে অ্যাপলের শেয়ারমূল্যে ধস নামার পর অস্বস্তির মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের তকমা পাওয়া অ্যাপল হারায় শীর্ষস্থান। সিলিকন ভ্যালির এই হেভিওয়েট কোম্পানিকে টপকে সবচেয়ে দামি প্রতিষ্ঠান হয়েছিল আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
তবে মাইক্রোসফটকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা ফিরে পেয়েছে অ্যাপল। গত সপ্তাহে অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ২১৮ ডলার পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। এখন ৩ লাখ ২৬ হাজার ডলার নিয়ে বিশ্বের দ্বিতীয় দামি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
রয়টার্স বলছে, গত ১০ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা আনার ঘোষণা দেয় অ্যাপলের সিইও টিম কুক। এরপরই অ্যাপলের শেয়ারের দাম গত সপ্তাহের তুলনায় ৫% বেড়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণও বেড়েছে।