বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইন্তিফাদা মঞ্চের আয়োজনে আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা।
প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকেল ৫টা থেকে এ দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা শুরু হবে। বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে হবে এ আয়োজন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইন্তিফাদা মঞ্চের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় আজাদী মঞ্চ পারফরম্যান্স করবে । কাওয়ালী সন্ধ্যায় কাওয়ালি গানের পাশাপাশি দেশাত্মবোধক গানের আয়োজনও থাকবে।
কাওয়ালি সন্ধ্যার আয়োজন নিয়ে আয়োজক রফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসের আশপাশের যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চায়, তাদের সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করছি। চট্টগ্রাম থেকে জনপ্রিয় কাওয়ালি দল আজাদী মঞ্চ আসবে।বরিশালের ইন্তিফাদা মঞ্চও কাওয়ালী সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবে। একাউন্টিং বিভাগের বিভাগের শিক্ষার্থী শামীম আহসান বলেন, বিগত স্বৈরশাসনের সময়ে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার তেমন কোনো সুযোগ ছিল না। অশ্লীলতা, সামাজিক রীতিনীতি ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সংস্কৃতির সয়লাব ছিল সর্বত্র। সেই জায়গা থেকে ববিতে প্রথম বারের মতো কাওয়ালী সন্ধ্যা আয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও সুস্থ ধারার ইতিবাচক মনোভাবের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এমন ইতিবাচক সভ্য সংস্কৃতি চর্চা চলমান থাকবে৷
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় শিল্পী গোষ্ঠী কলরবের আয়োজনে আজাদী মঞ্চ অনুষ্ঠিত হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে৷