শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদর্শ শিক্ষা

কবিঃ জ্যোৎস্না পাল

শিক্ষা জাতির মেরুদণ্ড
আঁধার পথে আলো।
বিদ্যালয়ে যা রে সোনা
ঘুচবে মনের কালো।

যত্ন করলে রত্ন পাবে
হেলায় জীবন হয় নাশ।
শিক্ষা বিহীন শূণ্য জীবন
আঁধার ঘরে বাস।

বিদ্যা রতন অমূল্য ধন
করিস না রে হেলা।
স্কুল জীবন হয় মূলধন
মানুষ হবার খেলা ।

দেশ বিদেশ ঘুরে যেজন
লেখাপড়া করে।
গর্বে মাথা হয় রে উঁচু
সুনাম খ্যাতি ধরে।

জ্ঞানী হলেই মানবতার
কাজে বিলীন হবে ।
বিদ্যানীরা সমাজের ধন
খ্যাতি ভবে রবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭