রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দ

কবিঃ ড. দেবাশীষ মৃধা

আমরা জীবনকে এক যুদ্ধ বলে জানি
কিন্তু জীবন তো কোন যুদ্ধ নয়,
এ শুধু অকারণে ভালোবাসার সময়।

আমরা জীবনে শুধু পেতে চাই
কিন্তু এই যে মহান জীবন পেয়েছি
এর চেয়ে বড় কিছু পাওয়ার তো নাই।

আমরা শুধু ভালোবাসা পেতে চাই,
কিন্তু ভালোবাসা সে তো পাওয়া যায়না,
এ যে শুধু ভালোবেসে দিয়ে যেতে হয়।

যত আনন্দ, যত তৃপ্তি, যত সুখ,
সে তো শুধু দেওয়ার মাঝে,
পাওয়ার মাঝে তো নয়।

চাওয়ার মাঝে লুকিয়ে থাকে দুঃখ,
পাওয়ার মাঝে লুকিয়ে থাকে বেদনা,
গ্রহণ করার মাঝে লুকিয়ে থাকে সহমর্মিতা।

পথ চলতে চলতে কত কষ্ট, কত দ্বন্দ্ব,
গন্তব্য, সে তো সমাপ্তির অশ্রুশিক্ত নিরানন্দ।
কিন্তু এই চলার মাঝেই লুকিয়ে থাকে সবটুকু আনন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১