ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ জমে উঠেছে। এদিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কমেন্ট্রি করছেন হরভজন সিং। তবে এদিন তিনি কমেন্ট্রি বক্স থেকে আনুশকা শর্মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সাবেক ভারতীয় স্পিনার। করেছেন আথিয়া শেট্টিকে নিয়েও আপত্তিকর মন্তব্য।
খেলার মাঝে যখন ক্যামেরা আনুশকা শর্মা এবং আথিয়া শেট্টির দিকে ঘোরানো হয় তখন সেটা নজরে পড়ে হরভজন সিংয়ের। সে দেখেই এই প্রাক্তন ক্রিকেটার বলে ওঠেন, হয়তো ছবি নিয়ে কথা বলছে ওরা নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না ওরা ক্রিকেটের কতটা বোঝে।
এটা বলার পরই অনেকেই ক্ষেপে গিয়েছেন হরভজন সিংয়ের উপর।
এক ব্যক্তি এই বিষয়ে টুইট করে লেখেন, টিপিক্যাল একেবারে! হরভজন সিং আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। অশ্রদ্ধা বাড়ল। ক্রিকেটার হিসেবে আপনার ইনসিকিউরিটিটা বুঝতে পারছি। কিন্তু এভাবে সহকর্মীদের স্ত্রীদের কে অপমান করে? আপনার থেকে অবশ্য আর কী আশা করা যায়?’
কেউ আবার লেখেন, ‘আপনার কী দাদা? যা খুশি বলে দেবেন না। ওরা যা নিয়ে কথা বলুক আপনার কী?’ ‘উনি এমনই মানুষ। ওঁর স্ত্রীকে নিয়ে কেউ এরম কথা বললেও উনি প্রতিবাদ করতেন না’ মন্তব্য আরেক ব্যক্তির।