
আজ ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবাধিকার দিবসের তাৎপর্য প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিনে মানবাধিকার সনদ গৃহীত হওয়ার স্মরণে দিবসটি উদযাপন শুরু করে। এই সনদ অনুযায়ী প্রত্যেক মানুষের মৌলিক অধিকার যেমন—জীবনযাপন, মত প্রকাশ, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তবে, বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক এবং আইনি সীমাবদ্ধতার কারণে এখনও অনেক মানুষ এই অধিকার থেকে বঞ্চিত।
রাজশাহীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি রাজশাহীর বিভিন্ন সংগঠন মানবাধিকার দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে এবং নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কর্মসূচি পালন করেছে।
রাজশাহী কলেজ শাখা ছাত্রদল দুপুর ১২টায় রাজশাহী কলেজের সামনে মানববন্ধন করে ছাত্রদল। তাদের দাবি ছিল, গুম ও হত্যাকাণ্ডের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের জন্য বিচার নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস কার্যকলাপ বন্ধ করা। কর্মসূচিতে ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নওহাটা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল একই দাবিতে নওহাটা ডিগ্রি কলেজের সামনেও দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজশাহী জেলা যুগ্ম আহ্বায়ক সোহেল রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমীন,নওহাটা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল ও পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স। এছাড়াও শিমুল, রাতুল,সাব্বির, শামিম, মোবিনসহ বহু নেতাকর্মী এতে অংশ নেন।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে বেলা ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, দিনের আলো হিজড়া সংঘ, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্টে একটি সমন্বিত মানববন্ধন আয়োজন করে।