কবিঃ কাজী হাবিবুর রহমান
আমলাতান্ত্রিক জটিলতায়
ধুঁকছে সোনার বাংলাদেশ,
ভুগছে দেশের জনগণ আর
জীবনমানের হচ্ছে শেষ।
আমলা যেন দৈত্যদানব
জীয়নকাঠি পাতালপুর,
চাতাল পেতে রক্ত শোষে
কণ্ঠে অভয় মাতাল সুর।
আমলা রে তুই, কামলা রে তুই
জনগণের দপ্তরে,
আর দিব না সময় এবার
ধরবো এসে খপ করে।
নির্বাচিত প্রতিনিধির
গতিবিধির ভাবটা এই-
আমলামন্ত্রে বশীভূত
ভাবলে কিছু লাভটা নেই।
আইনসভায় বসে বসে
আমলাদেরই নখ চোষে,
এমন নেতার কাঁথা পুড়ে
মুখের উপর মার ক’ষে।
জনগণ আজ ধৈর্যহারা
বাঁধনহারা বালির বাঁধ,
শুধরে যাবি নয়তো পাবি
ছিন্ন মাথার শুন্য কাঁধ।
আর দিব না সময়, ওরে
করবো না আর করুণা,
এই কথাটা মাথায় রাখিস-
জনগণ আর গরু না।
অসৎপথের বিত্ত যত
আগল ভেঙে আনব রে,
কলার ধ’রে আনব টেনে
হানব আঘাত হানব রে।
একেক করে করবো ধ’রে
শিক্ষিত সব নাঙলা শেষ,
আমরা দেশের জনগণই
গড়বো সোনার বাংলাদেশ।