কবিঃ হ ম আজাদ
অনিন্দ্য এ’সুন্দর ভুবনে
পাঠিয়ে মানব জাতি।
পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন
জ্বালাতে দ্বীনের বাতি।।
আখেরাতে মহান আল্লাহ
হিসাব নিবেন সবি।
আমলনামা সাক্ষী থাকবে
উকিল দ্বীনের নবী।।
এবাদতে আল্লাহ আল্লাহ
জিকির সবাই কর।
অবসরে পাক পবিত্র হয়ে
আল কোরআন পড়।।
ঐশ্বর্য আর ধনসম্পত্তি
কারো চিরস্থায়ী নয়।
মৃত্যুকালে ঈমান আমল
কবরের সঙ্গী হয়।।