কবিঃ শাহীন আহমদ
সবুজ শ্যামল ছায়া ঘেরা
আমাদের এই গ্রাম,
উঁচু নিচু টিলায়
আম কাঁঠাল জাম।
নানান জাতের ফল আছে
পুকুর ভরা মাছ,
গ্রাম জুড়ে শত শত
আগর আকাশির গাছ।
গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে
আঁকা বাঁকা খাল,
যার যার মত চলেন সবাই
নাই কোনো ভেজাল।
স্কুল মাদ্রাসা ঈদগাহ আছে
আরো আছে মসজিদ,
মানুষের মধ্যে নাই হানাহানি
কারো মনে নাই জিদ।
গ্রামটা মোদের মায়ের মতো
মমতায় ভরে রাখি,
সুখে-দুঃখে গ্রামবাসী সবাই
মিলে মিশে থাকি।
আমাদের গ্রামের সৌন্দর্য দেখে
মুগ্ধ হয় সবাই,
বিছরাবন্দ গ্রামে জন্মেছি
বলে ধন্য আমি ভাই।