কবিঃ এস.আই.জনি
তুমি যে আমার প্রিয়তমা
তুমি যে আমার জান ,
তুমি আমার জীবন মরণ
তুমি যে আমার প্রাণ ।
তুমি আমার প্রাণের প্রিয়
সুখদুঃখের সাথী ,
তুমি আধার ঘরের আলো
পূর্ণিমা চন্দ্রের বাতি ।
সবকিছু পরিত্যাগ করে
তোমায় দিয়েছি মন ,
আমি ব্যতীত কে আছে আর
তোমার আপনজন ?
আমার প্রাণ দেহ যৌবন
তোমায় দিয়েছি সপে ,
তাই শুধু আমার মনটি
তোমার নামটি জপে ।
তুমি আমার হৃদয় রাণী
এ মনের ভালোবাসা ,
তুমি যে আমার চিরসাথী
সকল সুখের আশা।
কখনো তুমি আঘাত পেলে
এ বুকে আগুন জ্বলে ,
তোমার দুঃখের কারণে
বুক ভাসে আখি জলে ।
আমায় ভুল বুঝিয়া যদি
কভু তুমি করো রাগ ,
হৃদয়ে লাগে ভীষণ ব্যথা
সীমাহীন অনুতাপ।
কখনও যদি দেখি আমি
তোমার ঐ কালো মুখ ,
হৃদয় ছিড়ে যায় আমার
কেপে ওঠে এই বুক ।
তোমার জন্য গভীর প্রেম
হৃদয়ে রয়েছে জমা ,
তুমি আমার জানেরি জান
আমারই প্রিয়তমা।