মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার বন্ধু জগদীস

কবিঃ এইচ বি রিতা (যুক্তরাষ্ট্র)

জগদীস আমার বন্ধু!
হিন্দুর ঘরে জন্ম হলেও সে ঠিকই জানে,
মুসলমানকে সালাম দিতে হয়।

কোরআনের বেশ কিছু নিয়ম-নীতি, সূরা মুখস্ত তার
এক সাথে আছি আজ প্রায় তেরটি বছর,
ধর্ম নিয়ে বিরোধে জড়াতে হয়নি কখনো।
ইফতার-ঈদ পালন করেছি বহুবার তার সাথে
আলোচনায় ধর্ম এসেছে বিশ্বাস ভালবাসা রেখে।

পূজায় নিমন্ত্রণ করেছিল! যাওয়া হয়নি।
আমার অবশ্য কখনোই পূজা মন্ডপে যাওয়া হয়না
সে কথাও বন্ধু বেশ ভাল করেই জানে।
তবু, প্রশ্ন তুলেনি কখনো
সম্পর্ক বিপরীতমুখী হয়নি, টিকে আছে এখনো।

জীবনের ‌অনেকটা সময় লড়াইয়ের মাঠে আমি যখন;
একদম একা
তখন নিঃস্বার্থভাবে সবদিকে সাহায্যের হাত বাড়িয়ে,
সাহস যোগানো মানুষটাই- জগদীস!
আমার পাশে থাকা মহৎ মানুষটাই সে।

আমি মানি কোরআন-সে মানে শ্রীমদ্ভগবদগীতা
উভয়ই সৃষ্টিকর্তার একেশ্বরবাদ বিশ্বাসে বলেছেন,
‘সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই,
তাঁর কোন প্রভু নেই, তাঁর চেয়ে বড় কেউ নেই’।
আকার নিরাকারে সৃষ্টিকারী একজনই; যিনি অবিনশ্বর।

আজ তার হাত কেটে গেলে,
ফিনকি দিয়ে তাজা যে রক্তপ্রপাত নিঃসৃত হবে
আমার কাটা হাতে তাই হবে
হিন্দু-মুসলিমের রক্ত একই রঙ; লাল-কালচে লাল।
বিনাশ হলে পুতে দেয়া শরীর-পুড়ে যাওয়া শরীর;
গন্ধ একই হবে।

সভ্যতা বিকাশের সময়ে আজ ও আমরা ধরে রাখি
মানুষে মানুষে সহিংসতা, বিরোধ, বিদ্বেষ
ধর্ম নিয়ে ফিতনা-মতভেদে উন্মাদনা বাড়াই
বাড়ি-ঘর জ্বালিয়ে অন্তর্হিনিত রক্তপাতে বিপন্ন করি;
মানবতা সভ্যতা।

বোঝাপড়ার বড় ঘাটতি আজ
শিক্ষার জ্ঞানীয় আলো থেকে বিতাড়িত আমরা ভুলে যাই,
একই বৃন্তে দু’টি ফুল হিন্দু আর মুসলিম!

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১