যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিশিগান রাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে গুলির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন যে মিশিগান রাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে তাঁর হৃদয় চলে গেছে।
মিনেসোটার রোজমাউন্টে ডাকোটা কাউন্টি টেকনিক্যাল কলেজ সফরের আগে বাইডেন অক্সফোর্ড হাই স্কুলের গুলির ঘটনা জানতে পেরেছিলেন । অবকাঠামো বিল নিয়ে বক্তৃতা শুরু করার আগে তিনি ঘটনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বাইডেন বলেন, “আপনাদেরকে জানতে হবে যে পুরো সম্প্রদায়কে এখন হতবাক অবস্থায় থাকতে হবে। ভ্রমণের পরে একটি স্কুলের গুলির ঘটনা আমাকে জানানো হয়েছিল। আমি মিশিগানের অক্সফোর্ড হাই স্কুলে গুলি চালানোর কথা শুনেছি। সম্পূর্ণ বিবরণ জানার পর আমার হৃদয় সেই ৩ জন নিহত ও ৮ জন আহত পরিবারগুলোর কাছে চলে গেছে। চিন্তা করতে কষ্ট হচ্ছে যে এই পরিবারগুলো কিভাবে প্রিয়জনকে হারানোর অকল্পনীয় শোক সহ্য করছে!”
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, বাইডেনকে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জেক সুলিভান এই ঘটনার বিষয়ে অবহিত করেছিলেন এবং মিনেসোটাতে ভ্রমণ করার সময় হোয়াইট হাউস প্রেসিডেন্টকে অক্সফোর্ড হাই স্কুলের গুলির ঘটনার নিয়মিত আপডেট সরবরাহ করছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। নিহত তিনজনই ওই স্কুলের শিক্ষার্থী বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। নিহত অক্সফোর্ড হাই স্কুলের ছাত্ররা হলেন, টেট মাইরে(১৬), হানা সেন্ট জুলিয়ান(১৪) এবং ম্যাডিসিন বাল্ডউইন (১৭)।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে অক্সফোর্ড স্কুলে বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় ১৫ বছর বয়সী হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থী। ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সংবাদ সম্মেলনে বলেন, আমরা ‘৯১১’ -এ কল পাই। ঘটনাস্থলে পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থীর কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বন্দুক দিয়ে সে ১৫ থেকে ২০টি গুলি চালিয়েছে। সে একাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে এক শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। স্কুল থেকে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপদে পরিবারের কাছে পৌছে দেওয়া হয়েছে। স্কুলে আর কেউ আছে কিনা তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওকল্যান্ড কাউন্টি শেরিফ বিভাগ সেখানকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য জেলার সব স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। যদিও আর কোনও ঝুঁকি নেই’। ঘটনার সময় স্কুলটিতে প্রায় ১,৮০০ জন শিক্ষার্থী ছিল। অক্সফোর্ড স্কুলটি অক্সফোর্ড শহরের উত্তরে এবং ডেট্রয়েট শহর থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে অবস্থিত।