সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি কক্ষ পরিষ্কার রাখতে পছন্দ করি : প্রিয়াঙ্কা গান্ধী

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকসহ আট জনকে ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক হন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী।

গত রোববার লখিমপুর খেরিতে কৃষকরা বিক্ষোভ করার সময় একটি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। অভিযোগ উঠেছে, সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্রর ছেলে।

এ খবর ছড়িয়ে পড়তেই সংঘর্ষ বেঁধে যায় পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে। এতে চার কৃষকসহ আটজন নিহত হয়। ঘটনার পরপরই উত্তর প্রদেশের তিকোনিয়ার উদ্দেশে রওয়ানা দেন প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের নেতারা। কিন্তু পুলিশ তার গাড়ি আটকে দেয়। এরপর পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন এ কংগ্রেস নেতা। পরে সোমবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে প্রিয়াঙ্কাকে আটক করে দেশটির পুলিশ।

এরপর সিতাপুরের গেস্ট হাউসে রাখা হয় তাকে। এসময় গেস্ট হাউজের মেঝে ঝাড়ু দেন ভারতের এই রাজনীতিক, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৪২ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার এ কাজের প্রশংসা করছেন কংগ্রেস সমর্থকরা। অনেকে বলছেন, মহাত্মা গান্ধীর কাছ থেকেই তিনি অসাধারণ গুণ পেয়েছেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘ওটা আমার কক্ষ ছিল। আমি কক্ষ পরিষ্কার রাখতে পছন্দ করি।’ তার টিমের এক সদস্য বলেন, কক্ষটি নোংরা ছিল বলে প্রিয়াঙ্কা নিজেই তা পরিষ্কার করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১