শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি চরম মিথ্যাবাদী

কবিঃ শাহী সবুর
মানব কুলে জন্মেছিলাম এটা আমার অহংকার,
সত্য মিথ্যার উর্মি দুলায় পৃথিবীটা চমৎকার।
মিথ্যা আমি বুকে ধরে সত্য করি বিসর্জন,
ধীরে ধীরে মিথ্যা দ্বারা প্রভাবিত আমার মন।
মিথ্যা মন্ত্রে দীক্ষা নিয়ে আমি বড় পালোয়ান,
মনে ভাবি আমার মত কে আছে আর নওজোয়ান?
সামনের থেকে ফিরলে পিছে পিছের খবর রাখি না,
একটুখানি বেখেয়ালে আমি আমার থাকি না।
বালু চরে ঘর বেঁধেছি অলীক স্বপ্নের আশাতে,
শিশির বিন্দুর সম আছি ক্ষণকালের বাসাতে।
মনের মাঝে যতো কথা মুখে সেটা বলি না,
ধর্ম বাণীর মর্ম কথা মেনে আমি চলি না।
নিজের জন্য সব করেছি পরকে নিয়ে ভাবি না,
আসলে সব পরের জন্য নিজের কোন দাবী না।
লোভ লালসা আমার ভিতর শক্ত বাসা বেঁধেছে,
সত্যগুলো দূরে দাঁড়ায় করুণ সুরে কেঁদেছে।
ক্ষুদ্র স্বার্থ লুফে নিতে মিথ্যা বলি প্রতিক্ষণ,
সত্য আমার বিলুপ্তিতো ফেলছে মিথ্যায় আবারণ।
মানব কুলে জন্ম নিয়ে মানবতার অবক্ষয়,
নিজকে আজ ভাবতে মানুষ আমার বড় লজ্জা হয়।
আমার থেকে অনেক ভালো ইতর জাতের প্রাণী কুল,
স্বার্থ নেশায় বারে বারে আমি করি চরম ভুল।
সত্যবাদী বলবো আমি নেই সে আমার অধিকার,
আমি একজন মিথ্যাবাদী প্রমাণিত বারে বার।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১