কবিঃ এস.আই. জনি
অনেকে অনেক চাপাবাজ
চাপায় বাজে সে খঁই ,
চাপাতে আজ নষ্ট সমাজ
কেনো এরকম হই ?
অমুক আছে তমুক আছে
আসলে তেমন নাই,
লোভ দেখানোর ভালোবাসে
মনের ভিতরে ছাই ।
ভালো লোকের মরণদশা
চাপাবাজদের জন্য ,
বিচারপতির হলো কষা
জীবন তাঁর বিপন্ন ।
মনের ক্ষোভে কাঁপছি রাগে
খায় চিঁড়া বলে দই ,
ভাবতে আমার লজ্জা লাগে
এসব কিভাবে সই ?
জেগে ওঠো সুশীল সমাজ
ঘুমানোর বেলা শেষ ,
চেপে ধরো সব চাপাবাজ
গড়ো এ বাংলাদেশ ।
মরণ কথা স্মরণ করে
ভালো হয়ে যাও সবে ,
এই দুনিয়ার চরাচরে
কয়দিন বেঁচে রবে ?
চাপার জোর থাকবে নারে
মিশবে মাটির সনে
ভাবছোনি তা একটিবারে
কেনো লাজ নাই মনে ?
ক্ষুধায় মরি তারপরেও
বিবেকের কথা কই ,
সবাই চাপাবাজ হলেও
আমি চাপাবাজ নই ।