
কবিঃ কল্পনা দাস
আমি নারী
শত লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে পারি
হাজার বাঁধাতেও আমি
নিজ দায়িত্ব পালন করতে পারি।
কেউ যদি চলে এড়িয়ে
বুঝতে পেরেও না বুঝার
অভিনয় করে চলি
কারণ আমি যে নারী।
সকল সম্পর্কই আমার কাছে
খুব গুরুত্বের
কিছুতেই সুর যেন না বাজে
ভাঙনের
তাইতো প্রতিমূহুর্তেই দেই জোড়াতালি
কারণ আমি যে নারী।
শত অবহেলাতেও আমি
আষ্টেপৃষ্টে থাকি,
আঘাত পেয়ে ভেঙে গেলে
নিজেকে নতুন করে গড়ি
কারণ আমি যে নারী।
তাই বলে ভেবো না
আমাকে নিয়ে যা ইচ্ছে
তাই যায় করা
অভিমানের স্তুপ যদি হয় ভারী
নিজেকে অন্তরালেও রাখতে পারি
কারণ আমি যে নারী।