কবিঃ কাজী হাবিবুর রহমান
আমি নিষ্ঠুর আমি বেঈমান
কেউ ভালোবেস না মোরে।
ছলনার কড়িকাঠে দাঁড়িয়ে
ভালোবাসার করি অভিনয়,
বেঈমান হয়ে আমি চিরদিন
প্রেমিকের দিয়ে যাই পরিচয়।
তণ্বীর কাছে এগিয়ে তণু
আত্মারে রাখি বহু দূরে।
আমি নিষ্ঠুর আমি বেঈমান
কেউ ভালোবেস না মোরে।
প্রেম নিয়ে চিরদিন
ব্যথা দিয়ে যাই,
হৃদয়ের দেই নাকো দাম,
প্রেমিকের সিংহাসনে সমাসীন
বেঈমান আমার নাম।
গোলাপের গন্ধ শুঁকে
চলে যাই দূরে সরে।
আমি নিষ্ঠুর আমি বেঈমান
কেউ ভালোবেস না মোরে।
তোমাদের আসরে
রব নাকো আর
পরাজয় মেনে চলে যাব,
ভুলে যেও মোরে ক্ষমা করে
তোমাদের গান আমি গাব,
তাকিও না ভুলেও কভু
ফিরে যাও ঘৃনা করে।
আমি নিষ্ঠুর আমি বেঈমান
কেউ ভালোবেস না মোরে।।।