![](https://michiganpratidin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক
আমি বাংলাকে ভালোবাসি
মায়ের কোলে শিখেছি এ ভাষা
এ ভাষায় কাঁদি হাসি,
এ ভাষা আমার মায়ের ভাষা
মা’কে বড় ভালোবাসি।
আমি বাংলাকে ভালোবাসি।।
এমন ভাষা কোথায় আছে
কোন সাগরের পাড়ে ?
কোন পাহাড়ে আছে বলে দাও
খুঁজবো আমি তারে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
এ ভাষার অঙ্গীকার,
এ ভাষা আমার মাতৃদুগ্ধ
ভুলিনি আমরা আর।
ফেব্রুয়ারি এলে বুকের মাঝে
কিসের অগ্নিবাণ,
মায়ের চোখে আজও ঝরে জল
নেই যে তার বিরাম।
আজ এসো ভাই শপথের দিন
শপথ করি সবে,
এ ভাষার তরে দেবো আরও প্রাণ
প্রয়োজন যবে হবে।