কবিঃ এস.আই.জনি
আমি সেই কবি
অন্যায় শক্তি করিনা ভয়
সত্যের ভক্তি অনন্তময় ,
আমি সেই রবি
অগ্নি জ্বালি জালিমের বুকে
শান্তি ঢালি অসুখীর দুঃখে ।
আমি সেই বায়ু
সুঘ্রাণবাহী নাসিকা রন্ধ্রে
কল্যাণ চাহি মাতি আনন্দে ,
আমি সেই আয়ূ
প্রাণের স্পন্দন প্রতি জীবে
সহসা যেটা যায়না নিভে ।
আমি সেই বীর
দুর্বলের পক্ষে অস্ত্র ধরি
কল্যাণের লক্ষ্যে যুদ্ধ করি ,
আমি সেই তীর
লক্ষ্যভ্রষ্ট কখনো হইনা
কোনো অস্পষ্ট পথ লইনা ।
আমি সেই ফুল
সুগন্ধি ছড়াই অকাতরে
সুখের বন্ধনে পরস্পরে ,
আমি সেই মূল
মানব হৃদয়ে অবস্থান
নির্ভয়ে গাই অভেদ গান ।
আমি সেই মাতা
স্নেহ মমতা হৃদয়ে জমা
শত ক্ষমতা তবুও ক্ষমা ,
আমি সেই দাতা
দুহাত ভরে বিলাই স’বি
প্রতি অন্তরে উজ্জ্বল ছবি ।
আমি সেই মরু
পেতে সাধ নবীর চরণ
আর্তনাদ শহীদি মরণ ,
আমি সেই তরু
অক্সিজেনের যোগানদাতা
পরিবেশের শুদ্ধ নির্মাতা ।
আমি সেই লোক
অন্যায়কারী শত্রু আমার
বিরুদ্ধচারী ভণ্ড বাবার ,
আমি সেই শোক
অন্য বস্ত্র জোটে না যাদের
অস্ত্র ধরি স্বপক্ষে তাদের ।
আমি সেই জ্বালা
নিরবধি ব্যথার আগুন
মরা নদী কষ্টের ফাগুন ,
আমি সেই মালা
বীরত্বের গলায় জড়াই
মহত্বের করিনা বড়াই ।
আমি সেই জনি
অন্যায়কে দেইনা প্রশ্রয়
রক্ত চক্ষুকে করিনা ভয় ,
আমি সেই মণি
মহামূল্যবান শ্রেষ্ঠ রত্ন
গুরুজনদের করি যত্ন।
আমি সেই ভক্ত
আল্লাহর ধ্যানে মগ্ন থাকি
একবিন্দুও দেইনা ফাঁকি ,
আমি সেই রক্ত
প্রয়োজন হলে যাবো রণে
শহীদ হতে বাসনা মনে ।
আমি সেই লোক
মৃত্যুকে পরোয়া করিনা কভু
ভরসা শুধু মহান প্রভু ,
আমি সেই চোখ
সবে সমান ধরার বুকে
হাসি ফুটাই দুস্থের মুখে।
আমি সেই আশা
শতো বিপদে হাল ছাড়ি না
কি আছে ভাগ্যে ধার ধারিণা ,
আমি সেই ভাষা
বজ্র কণ্ঠে আওয়াজ তুলি
নিজেকেই নিজে যাই ভুলি ।
আমি সেই মুখ
শয়নেস্বপনে সত্যি বলি
নিশি জাগরণে ফুটে কলি ,
আমি সেই সুখ
যাতনা রুখেই স্বপ্ন কামী
আমার তুলনা শুধু আমি ।