রবিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
এর আগে গত ২৬ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয় এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। এর আগে সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা।