কবিঃ আবুল হাশেম
মনের আঁখিতে যে ভাসে
সেই তো প্রিয় জন
তার জন্য কাঁদে পরাণ
কাঁদে মন।মনের ঘরে বসত করে
মনের সাথে কথা বলে সারাক্ষণ
তার মতো কে আছে এতো আপন?
কারণে অকারণে সে করে জ্বালাতন।এসে ছিলো সে ধীরে ধীরে
চলে গেছে দূরে ঝড়ের বেগে
রেখে গেছে স্মৃতি করে চির আপন।
স্মৃতি গুলো কাঁদে বারে বারে।হারিয়ে গেছে স্মৃতির আড়ালে
চলে গেছে সে তার সুবাস রেয়ে গেছে
তার সুবাসে পাগল হয়ে খুঁজি তারে।
মনে ঘরে বসত করে
হৃদয় মাঝে ভেসে ওঠে
রাতের আকাশে জেগে ওঠা চাঁদের মতো
আবার যখন হৃদয় মাঝে ডুবে যায়
আমার আলোর ঘর আঁধার হয়।আঁধারে খুঁজে পাই না তারে
দু হাত বাড়িয়ে ডাকি তারে বারে বারে
সে আমার হৃদয় মাঝে থেকে
আমারে রাখে বহু দূরে।সে দূরে আজ বহু দূরে
ফিরে কি পাবো তারে
আমার হাতের নাগালে হৃদয় পরশে?
বহু দিন পরে তারে ছোঁয়ার সাধ জেগে মনে
মনের ঘরে তারে ছুঁই বারে বারে।
মনের সাধ মিটলেও দেহের সাধ মিটে নারে।আর কি ফিরে পাবো তারে
যে আছে হৃদয়ে চোখের আড়াল হয়ে?
আর কি হবে দেখা?
তার সাথে আমার এ জীবনের তরে।