‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় একঝাঁক নায়কের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ২০০ কোটির ঘরে নিয়ে গেছেন ছবিটি। এমন সু-সময়ে পরিচালক রোহিত শেঠি জানালেন এবার আলাদা হয়ে যাচ্ছেন দীপিকা। আসছে ‘সিংহাম’ দীপিকাকে নিয়ে বানবেন। নাম থাকবে ‘লেডি সিংহাম’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি ‘সিংহম অ্যাগেইন’ ছবির সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে রোহিত জানান, ” সিংহম একেবারেই কপ ইউনির্ভাস। প্রত্যেকটি চরিত্রকেই আলাদা করে ছবির পর্দায় আনব। অনেকটা হলিউডি অ্যাভেঞ্জার্সের মতো। খুব শীঘ্রই দীপিকাকে সঙ্গে নিয়ে লেডি সিংহম তৈরি করার প্ল্যান। ছবির নামও থাকবে লেডি সিংহম। আশা করছি পরের বছরই শুটিং শুরু করতে পারব।”
‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে আছেন অজয় দেবগন। একই সময় মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। বেশ চলছে সিনেমা হলে। এ নিয়ে অজয় বলেন, ”দিওয়ালিতে দুটি বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, এটাই অনেকটা বড় ব্য়াপার। বলিউডে এখন তাই বক্স অফিসের যুদ্ধের চেয়ে বিগ বাজেটের ছবি তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি ভুলভুলাইয়া ৩ দেখব। ওই ছবিটা যে ভালো হয়েছে, তা আমি জানি। আমার মনে হয়, দুটি ছবিই বক্স অফিসে ভালো ফল করার মতো। একটু তফাৎ তো থাকবেই ব্যবসায়। কিন্তু তার মানে এই নয় যে, এই দুই ছবির মধ্যে কোনও লড়াই রয়েছে।”
‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় অজয় ছাড়া আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, সালমান খান প্রমুখ।