আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২১ ইউটিউব চ্যানেল (Mahe Raj) এ প্রকাশিত হবে কানামাছি গান।
গানটির কথা লিখেছেন বিজয় সরকার। সুর করেছেন আহমেদ শিপন, গেয়েছেন গৌরব দত্ত,মিউজিক কম্পোজিশন করেছেন সুদীপ চক্রবর্তী। কাস্টিং এ আছেন মাহি রাজ,স্বর্ণা, জয়ন্ত কুমার দাস, আবির। ড্রোন উড়িয়েছেন লাবলু দাস।
শৈশবের প্রেম,খুনসুটি, লুকিয়ে লুকিয়ে ভালবাসা,পরিবারে জানাজানি, অবশেষে ভালবাসার জয়।এরকম চমৎকার ও বাস্তব কিছু বিষয় তুলে ধরা হয়েছে গানটিতে।
Mahe Raj এর কর্ণধার বলেন, অনেক ছোট থেকে স্বপ্ন ছিলো আমার একটা নিজের ইউটিউব চ্যানেল হবে।নিজের মত কন্টেন্ট বানাবো।ছোটবেলার ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার প্রথম ধাপে পা দিয়েছি। আমি যে স্বপ্নটা দেখতাম সেটার একটা বাস্তবিক রূপ হচ্ছে এই চ্যানেল।এই যাত্রায় একা হাঁটা সম্ভব না।আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগীতা ছাড়া আমার স্বপ্ন বাস্তব হবে না। সবার প্রতি অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্কাইব করার। আমার চ্যানেলের সাথে থাকার। সফলতার পথে আপনাদের সাথেই হাঁটতে চাই আমি।