শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসাদ উদ্দিন (বটল) এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ উদ্দিন (বটল) সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, মরহুম আসাদ উদ্দিন একজন সদালাপী, নির্লোভ ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্থানীয় জনগণ তার শুন্যতা দীর্ঘদিন অনুভব করবে।

মন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সিলেট বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আসাদ উদ্দিন বটল সাহেব, গত ২৪শে অক্টোবর (রবিবার) রাত ৯ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্হানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। আসাদ উদ্দিন বটল সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মিশিগান শাখার সাধারণ সম্পাদক, এনটিভি প্রতিনিধি ও বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ.এস.এ -এর সহ-সভাপতি সেলিম আহমদের পিতা।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১