জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এখন অনেকের কাছেই উপার্জনের মাধ্যম। বেশ ভালো আয়ের সুযোগ থাকায় অনেকের মধ্যেই ইউটিউবার হওয়ার প্রবণতা বাড়ছে।
ইউটিউব থেকে আয়ের জন্য প্রথমেই নিজস্ব ইউটিউবে চ্যানেল খুলতে হয়। তারপর ভিডিও বানিয়ে সেই চ্যানেলে আপলোড করতে হয়।
সফল ইউটিউবারের মাপকাঠি হলো সাবস্ক্রাইবারের সংখ্যা। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যত বেশি, সেই চ্যানেল তত জনপ্রিয়।
মোট সাবস্ক্রাইবার সংখ্যা এক নির্দিষ্ট সীমায় পৌঁছালে ইউটিউব থেকে আয়ের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা একদিনেই বেড়ে যায় না। তার জন্য পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকা জরুরি। তবে অনেকেই সেই ধৈর্য দেখাতে পারেন না। যে কারণে সাফল্যের পথ অনেক কঠিন হয়ে পড়ে।
সাফল্য পেতে নতুন চ্যানেল তৈরির পর কিছু ভুল একদমই করা যাবে না, চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
ভিউ সংখ্যা নিয়ে চিন্তা
শুরুতেই আপনার চ্যানেলের ভিডিও কেউ দেখবে না, সেটি মাথায় নিয়েই মাঠে নামতে হবে। কয়েকটি ভিডিও দিয়েই ভিউ কেন বাড়ছে না, তা নিয়ে চিন্তা করবেন না। তাহলে আর এগোনো যাবে না। লক্ষ্যে পৌঁছাতে হলে, শুধু কাজ করে যেতে হবে। দর্শক টানতে ভিডিওর বিষয়ের ওপর জোর দিন। এমন বিষয় উপস্থাপন করুন, যাতে দর্শকের পছন্দ হয়।
কাজের প্রতি যত্নবান না হওয়া
হোক না প্রথম ভিডিও, তবু তাতে যেন যত্নের কোনো ঘাটতি না থাকে। ভিডিওর থাম্বনেল, টাইটেল যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়। দর্শকের চোখ টেনে নেয়, এমন মনোগ্রাহী করে তৈরি করতে হবে এগুলো।
ভিডিওর শুরুটা গুরুত্বপূর্ণ
নতুন চ্যানেলের ক্ষেত্রে ভিডিওর প্রথম ৩০ সেকেন্ড সবচেয়ে জরুরি। এই সময়ের মধ্যে এমন কিছু দেখাতে হবে, যাতে সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগ্রহ তৈরি হয় দর্শকের মধ্যে। প্রথম ৩০ সেকেন্ডেই দর্শকের মন জিতে নিতে হবে। অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই এটি বুঝতে পারেন না। তবে প্রথম থেকেই ভিডিও তৈরির সময় এই বিষয়টি মাথায় রাখলে উপকার হবে।