বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ

পুলিশি নির্যাতন ও সরকারি ব্যয় অপচয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার গোলাপি পোশাক ও ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার শত শত নারী। দ্বিতীয় সপ্তাহের মতো রাজধানী জাকার্তা ও অন্য শহরগুলোতে বিক্ষোভ চলমান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও এমপিদের অঢেল সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা দেশ। এর আগে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মটরসাইকেল চালক আফফান কুরনিওয়ান নিহতের ঘটনায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভ জোরালো হওয়ায় প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো বলেন, সামরিক কুচকাওয়াজ উপলক্ষে তিনি চীন সফর বাতিল করবেন। তবে বুধবার তাকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গ্রুপ ছবিতে দেখা যায়। সপ্তাহান্তে প্রাবৌও বলেন, তিনি আইনপ্রণেতাদের দেয়া সেবাগুলো বাতিল করবেন।

বিক্ষোভকারীদের মূল অভিযোগগুলোর মধ্যে এটি অন্যতম। বুধবারের বিক্ষোভে ইন্দোনেশিয়ান ওয়েমেনস অ্যালায়েন্সের (আইডব্লিউএ) এক নারী বিক্ষোভকারী বলেন, ঝাড়ু দিয়ে তারা রাষ্ট্রের সকল ময়লা, সামরিকবাদ ও পুলিশি দমন পীড়ন দূর করার ইঙ্গিত দিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশ বাহিনী সংস্কারের দাবিও তোলেন। মুতিয়ারা ইকা নামের এক বিক্ষোভকারী বলেন, বিক্ষোভ করা অপরাধ নয় বরং এটি গণতান্ত্রিক অধিকার। এর আগেও ইন্দোনেশিয়ার শাসন ব্যবস্থার বিরুদ্ধে নারী আন্দোলনকারীদের রুখে দাঁড়ানোর ইতিহাস আছে।

আইডব্লিউএ জানিয়েছে, গোলাপী রঙ সাহসিকতার প্রতীক। অন্য বিক্ষোভকারীরা সংহতি প্রকাশের জন্য সবুজ রং বেছে নিয়েছেন। অনলাইনে মানুষ ওই দুই রঙকে ‘হিরো গ্রিন’ ও ‘ব্রেভ পিংক’ বলে অভিহিত করেছেন। অনেকে আবার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পিকচারে  ওই দুই রঙের ফিল্টার ব্যবহার করছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জাকার্তায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেন, আরও হতাহতের ঘটনা ঘটার আগে রাষ্ট্রকে বিক্ষোভকারীদের সকল দাবি পূরণ করতে হবে।

শেয়ার করুনঃ