ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর তারা পদত্যাগ পত্র প্রেরণ করেন। এছাড়া পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তারা। প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর মেয়াদ শেষ হলে ওই বছরের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান প্রফেসর ড. সালাম। এছাড়া ২০২১ সালের ৩০ জুন প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ৫ মে ট্রেজারার হিসেবে প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া নিয়োগ পান।