বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উচ্ছ্বাসে ভাসছেন পরী

হাতে কাজ থাকুক বা না থাকুক এমনকি অসুস্থ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন না চিত্রনায়িকা পরীমনি। যখন যা মন চায়, সেটাই তুলে ধরেন স্যোশাল মিডিয়ায়। আর তিনি যা পোস্ট করেন, তাতেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। সোমবারও (৮ সেপ্টেম্বর) একটা পোস্ট শেয়ার করেছেন এই নায়িকা। তবে সেটা অবশ্য একটা অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর। আগেরদিন ৭ সেপ্টেম্বর বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে অবদান রাখা শিল্পী ও নির্মাতাদের প্রদান করা হয় ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’। এতে ‘রঙিলা কিতাব’ সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত এই হইচই অরিজিনাল সিরিজটি মুক্তি পায় ২০২৪ সালের শেষদিকে।

বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরী। সেই আনন্দঘন পরিবেশের ভিডিও ও ছবি দিয়ে একটা রিল শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার কাছে এই পাওয়া টা অনেক স্পেশাল সারাজীবনের জন্য। সুস্থভাবে বেঁচে থাকলে অনেক ভালো কাজ করব নিশ্চয়ই। কিন্তু আমার জীবনে এই স্মৃতিময় দারুণ এক কাজ হয়ে প্রানের কাছে থেকে যাবে আজীবন। বাস্তব জীবনে মা না হলে হয়ত এই গল্পের সুপ্তি চরিত্রটা ধারণ করা কঠিন হয়ে যেত। কিন্তু তার থেকে বেশি কঠিন ছিল আমার নিজের জীবনের অনেক কিছু সুপ্তির সাথে মিশে যাওয়াটা ‘

পরী আরও লিখেছেন, ‘আমি এই চরিত্রটা করতে প্রথম সাহস পেয়েছিলাম শুধু আমার পরিচালক, আমার বস অনম বিশ্বাস এর জন্য। তিনি আমাকে সাহস না দিলে আমার কাছে এই টিমের আশা করা সমস্ত ভরসা বৃথা হয়ে যেত। আমি বিশ্বাস করি এই চরিত্রের সাফল্যের সবটুকুই আমার পরিচালক, আমার পুরো টিমের। বিশেষ করে এই গল্পের লেখক কিঙ্কর আহসানের। তিনি বিশ্বাস করেছিলেন কেবল আমি তার রঙিলা কিতাবের সুপ্তি। আমি সবার ভালোবাসা নিয়ে এভাবে বারবার জিতে যেতে চাই। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আয়োজকদের।’

শেয়ার করুনঃ