সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উদাসী হাওয়া

কবি: সাহানুকা হাসান শিখা

এতো রাত অবধি জেগে কেন মা ?
জীবনের প্রয়োজনটা কি এতই বেশী ?
একটু কম করে দাও, জীবনটা স্বার্থপর
বিনিময়ে কিছুই পাবে না।
অনেক দেখেছি অনেক চিনেছি,
শেষ প্রান্তরে এসে শূন্যের কোটায় বসেছি।
এখান থেকে আবার শুরু করতে যাচ্ছি,
কিন্তু কেন?
বিগত দিনগুলি কি আমার ছিলো না ?
তাহলে আমি কেন পাই নি কিছু ?
দেয়ার বেলা তো কম দেই নি ?
সোনার বরণ গায়ের রং, হরিনীর চোখ,
মেঘ বরণ চুল, আলতার মতো ঠোঁট
এ সব আজ হারানো অতীত।
বর্তমান শুধু এক খণ্ড পাথর,
যার গায়ে খোদাই করে লেখা,
এই পৃথিবীটা বড়ই স্বার্থপর
কেবল নিতে জানে, দিতে জানে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১