কবিঃ রবি রায়হান
ফাগুন এসে হৃদয় দারে
নাড়ছে প্রেমের কড়া,
পৃথিবী আজ রঙ মেখেছে
মন যে বাঁধন হারা।
প্রেমিক যুগল ঘুরে বনে
গুন গুনীয়ে গায়,
মৌমাছিরা উড়ছে ফুলে
মধুর অন্বেষায়।
ফাগুন আসে জানান দিয়ে
ফুলের ডালা সাজায়,
কত কবি লিখেছেন কাব্য
এ ফাগুন মুগ্ধতায়।
রূপ রস গন্ধে ভরা প্রাণ
মাতাল সমীরণে,
থাকতে চায়না ঘরে বন্দি
ব্যাকুল এ ফাল্গুনে।
মন ফাগুনে খুঁজে সাধের
মন ময়ুরী সাথী,
এই ফাগুনে ফুলের বনে
মিলন মালা গাঁথি।
ফুল আবিরে রাঙ্গালো মন
পলাশ বনের মাঝে,
হয়তো হেথা মিলবে সখী,
রঙ্গীন ফুলো সাজে।।