শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশ তুমি কার?

কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক

            একুশ তুমি কার ?
প্রশ্ন জাগে বার বার —
তুমি কি আমার ভায়ের রক্তে
ভিজে যাওয়া ইতিহাস ? না অন্য কিছু ! –আর ?

একুশ আমার মায়ের চোখের জল
একুশ মায়ের সবর করার ফল !
একুশ মায়ের ভাঙা রাতের কান্না
একুশ মায়ের হাহাকার করা বেদনা।

একুশ আমার রৌদ্রদিনের প্রাণ
একুশ আমার মরা নদীর বান ।
একুশ আমার রক্ত মাংস অস্থি মর্জা চেতনা
একুশ আমার ভগ্ন হৃদয় নির্বাক যন্ত্রণা।

একুশ আমার জেহাদের সুরে গান
একুশ আমার লড়াইয়ের ময়দান ।
একুশ আমার রক্তে বোনা ধান
একুশ আমার চেতনায় অম্লান!

একুশ আমার প্রথম গানের কলি
একুশ আমার গানের সুরের রেশ ,
একুশ আমার জীবন নদীর মাঝি
একুশ আমার লাল সূর্যের দেশ !

একুশ আমার হৃদয়ের রক্তক্ষরণ
একুশ আমার প্রতিটি শ্বাসে স্মরণ ।
একুশ আমার সকাল দুপুর বিকাল সন্ধ্যা বেলা
একুশ আমার পূর্ণিমা চাঁদ দগ্ধ দহন জ্বালা!

একুশ আমার সূর্য তেজের আলো
একুশ শেখায় মন্দ কোনটা ভালো ।
একুশ আমার বাঁচার শেখার গান
একুশ আমার ধ্যান-জ্ঞান একুশ চির অম্লান!

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১