শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এক দলা থুতু

কবিঃ আফিয়া বেগম শিরি

শোন,মায়েরা রূখে দাড়া
নেই তোদের রেহাই
পিতার হাতে কন্যা ধর্ষন
কর, শুরু লড়াই।

বেঁচে যদি থাকতে চাস
বাঁচার মতো করে
পশু রূপি পিতার হাতে
যাস নে তোরা হেরে।

রিপুর তাড়নায় যে পিতা
দংশে তার শিশু
বাবা হওয়ার যোগ্যতা
রাখে না সে পশু।

বাবার মতো পবিত্র ডাক
বোধে নেই যার
পৃথিবীতে বেঁচে থাকার
অধিকার নেই তার।

নিরাপত্তার অভাব যখন
আপন পিতার হাতে
কোথায় গেলে স্বস্তি হবে
শান্তি পারে কে দিতে।

মুখোশধারী নর পশু
বাবা নামের কলংক
কোমলমতি সন্তানের জন্য
নিশ্চিত জীবন আতংক।

মা মেয়ে বোনের প্রতি
যার লোলুপ দৃষ্টি
তার মতো দানব যেনো
জগতে না হয় সৃ্ষ্টি।

এমন কঠিন আইন হোক
দেখুক জগত বাসী
জাষ্টিস বলতে শুধু জানি
ফাঁসি আর ফাঁসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১