শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এ নয় ভোর

কে বলছে এখন সকাল
এতো গভীর রাতের আঁধার !!
কোথায় রবির আলো ?
এ তো রক্তের সাগরে জাতি নিমগ্ন!
কোথায় পাখির কলোতান!!
ধাপে ধাপে রক্তে রন্জিত সিঁড়ি,
নিশ্চুপ নির্বাক দেয়ালে ঝুলছে ঘড়ি।
প্রতিটি কামরায় ঘুমন্ত লাশ,
জীবন্ত কেউ নেই আশপাশ।
এই বুঝি ভালোবাসার প্রতিদান
রক্তে লাল কারবালার ময়দান,
দিয়ে ছিলেন এক টুকরো স্বাধীন
সার্বভৌম ভুমি।
প্রতিদান দিলো ঘাতকেরা
আমৃত্য রয়ে গেলে তুমি।
দেশ জুড়ে চলছে মাতম আহাজারী।
তবে কে ছিলো এই ধ্বংসকারী।
নির্দয় নির্মম বাংলার এই ইতিহাস
হয়তো এবার এসেছে শান্তির পূর্বাভাস।

  কবি: সাহানুকা হাসান শিখা

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১