যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ধরনে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। স্বাস্থ্য বিভাগ জানায়, ওমিক্রনে মৃত ওই ব্যক্তি ৫০ থেকে ৬০ বছর বয়সী। তিনি টিকা নেননি। তিনি কোভিড-১৯-এর গুরুতর জটিলতার ঝুঁকিতে ছিলেন।
টেক্সাসের হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিডালগো এক টুইটে নিশ্চিত করেছেন, করোনার নতুন ধরনে সেখানে এটিই প্রথম মৃত্যু। তিনি সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করেন।
সোমবার সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে দেখা গেছে ৭৩ শতাংশের দেহেই ওমিক্রন শনাক্ত। সূত্র: রয়টার্স