হেলাল উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধিঃ নতুন ইতিহাস সৃষ্টি করে মিশিগানের ওয়ারেন সিটির প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন স্টেট রিপ্রেজেন্টেটিভ লরি এম,স্টোন।তিনি বর্তমান মেয়র জেমস আর ফউটসের দীর্ঘ ষোল বছরের শাষণকালের অবসান ঘটালেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ারেন হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর জর্জ এল,ডিমাসকে পরাজিত করে লরি এই যুকান্তকারী বিজয় ছিনিয়ে আনেন।প্রায় ৯৬ হাজার বর্গ মাইলের যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের রাজ্য মিশিগানের ওয়ারেন শহর আয়তনে তৃতীয় বৃহত্তম।এখানে বিপুল সংখ্যক বাংলাদেশী অবিভাসী জনগোষ্ঠীর বসবাস।মোটর গাড়ীর শিল্পের জন্য বিখ্যাত মিশিগানকে ওয়াল্ড মোটর ক্যাপিটাল বলেও ডাকা হয়।বিগত ষোল বছর মেয়র এবং টানা ২৬ বছর জেমস ওয়ারেনের কাউন্সিলম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।তবে নানা কারণে এবার তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেননি।লরি জেমসের ৪২ বছরের এই ব্যুহ ভেঙ্গে ওয়ারেন সিটিতে নতুন দিনের সূচনাকরলেন।ওয়ারেনের বাসিন্দারা মনে প্রাণে ফউটসের অবসান চেয়েছিলেন।লরি স্টোন ৫৩ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন।তাঁর মোট প্রাপ্ত ভোট হচ্ছে ১১ হাজার ৮ শ ৭৬।নিকটতম প্রতিদ্বন্দ্বী জর্জ এল ডিমাস পেয়েছেন ১০ হাজার ৪শ ৮৮ ভোট যা কাষ্টিং ভোটের ৪৭ ভাগ।ফেসবুকে আপলোড করা এক ভিডিওতে লরি বলেন, তিনি ওয়ারেন সিটির প্রথম মহিলা মেয়র হিসাবে রেকর্ড গড়েছেন যেটা অবিশ্বাস্য ছিল।তিনি ওয়ারেন সিটির বাংলাদেশি কমিউনিটির নারীদের ভূয়শী প্রশংসা করেন।তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের (নারী) কাছ থেকে আমি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি।সত্যিই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।আমি আপনাদের জন্য রোল মডেল।আমাকে দেখে আপনারা উৎসাহিত হবেন এবং আমি বিশ্বাস করি আমার মতো আরো অনেক নারী আগামী দিনে জনসেবার কাজে এগিয়ে আসবেন।
এদিকে,ইতিহাস সৃষ্টি করে ওয়ারেন সিটিতে প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় লরি স্টোনকে অভিনন্দন জানিয়েছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ।প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেন,মেয়র লরির নেতৃত্বে আগামী দিনে ওয়ারেন সিটি আরো অধিক সমৃদ্ধ ও গতিশীল হবে।