শিব্বির আহমদঃ ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মদীনাতুল উলুম বড়ধিরারাই মাদ্রাসার পক্ষ থেকে যুক্তরাজ্যে প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়।
১০ মার্চ বৃহস্পতিবার কনজারবেটিব ফ্রেন্ডস অপ বাংলাদেশের সাধারণ সম্পাদক নাজ ইসলামের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোতাফ্ফর হোসেন জামালের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী প্রফেসার ডক্টর সানাওর চৌধূরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এসটিএম ফখরউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সংম্পাদক আনা মিয়া, মাদ্রাসা শিক্ষক জিয়া উদ্দিন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, দয়ামীর ইউপি সদস্য এনামুল হক হিরা, যুক্তরাজ্য প্রবাসী ও ব্যবসায়ী আব্দুস সহিদ, আবুল কালাম আজাদ ,তারিক আলী, তারেক লুদি, এলিক্স আলী, রুহুল খান, মউর আলী, সাবেক ইউপি সদস্য আব্দুছ ছালিক, রইছ উদ্দিন প্রমূখ।