‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করেছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ের প্রস্তাবিত ছয়টি নামের মধ্যে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে তাতেই সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২১ নভেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রেনের ছয়টি নাম প্রস্তাব করে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। তিনি ‘কক্সকাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে এই নাম রাখতে সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে আনুষ্ঠানিক ট্রেনযাত্রা শুরু হবে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার।’

ট্রেনটি দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করলেও রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর।

ওই দিন রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে স্বল্প বিরতির পর ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে কক্সবাজার আইকনিক স্টেশনে। এই ট্রেনের জন্য ছয়টি নাম প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর আগ্রহে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামকরণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট ০৪:০৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ের প্রস্তাবিত ছয়টি নামের মধ্যে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে তাতেই সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২১ নভেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রেনের ছয়টি নাম প্রস্তাব করে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। তিনি ‘কক্সকাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে এই নাম রাখতে সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে আনুষ্ঠানিক ট্রেনযাত্রা শুরু হবে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার।’

ট্রেনটি দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করলেও রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর।

ওই দিন রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে স্বল্প বিরতির পর ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে কক্সবাজার আইকনিক স্টেশনে। এই ট্রেনের জন্য ছয়টি নাম প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর আগ্রহে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামকরণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।