শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কন্যা সন্তানের মা হলেন ব্রিটিশ রাজকুমারী

ব্রিটিশ রাজকুমারী বিট্রিস এবং তার স্বামী এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জির ঘরে এলো এক নতুন অতিথি। বাকিংহাম প্যালেস সোমবার ঘোষণা করেছে, রানী দ্বিতীয় এলিজাবেথের নাতনী রাজকুমারী বিট্রিস একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, লন্ডনের চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে শনিবার রাতে বিট্রিস এবং স্বামী এদোয়ার্ডো ম্যাপেলি মোজ্জি তাদের প্রথম সন্তানকে একসঙ্গে স্বাগত জানান।

ব্রিটিশ রাজপরিবারের ১১তম উত্তরাধিকারী এই নবজাতক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের ১২তম গ্রেট-গ্র্যান্ডচাইল্ড।নবজাতকের দাদা-দাদি খুবই আনন্দিত।

এক টুইট বার্তায় রাজকুমারী বিট্রিস জানান, আমাদের কন্যার পৃথিবীতে নিরাপদ আগমনের সংবাদ জানাতে পেরে আমরা আনন্দিত। মিডওয়াইফ টিম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

প্রসঙ্গত, রাজকুমারী বিট্রিস ইয়র্কের ডিউক এবং ডাচেসের বড় মেয়ে। তিনি গত বছরের জুলাইয়ে ভূমি টাইকুন এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১