সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কপাল খুলল সাঈদ খোকনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

দলের ভেতরে বাইরে নানা কারণে আলোচনায় থাকা এ নেতা ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বর্তমানে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ। অন্যদিকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেণ্ডারিয়ার পুরোটা এবং কোতোয়ালি ও বংশালের একাংশ নিয়ে ঢাকা-৬ আসন গঠিত। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এ আসনটি দেড়ে দেয় তাদের মহাজোট শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদকে। তিনি দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে ভোট করে সংসদ সংদস্য নির্বাচিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১