বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিতাঅন‍্য ভায়োলিন

কবিঃ অর্পিতা কুন্ডু

ইতিহাসের ধুলোধুসরিত পাতা থেকে উঠে আসা এক ছবি মনের ক‍্যানভাসে আবদার রেখে যায়..
নরম বাতাস সাঁঝের প্রদীপের শিখায় দুলে ওঠে
ছায়া ঘনায় উত্তরের দেয়ালে…
ধুলোজমা ভায়োলিনের তারগুলি ছন্দহীনতায় সুরহীন…।স্থবিরতায় ঝিমিয়ে গেছে শহর..
শীতসন্ধ‍্যায় কুন্ডলিপাকানো ধোঁয়ার আবছায়া ঘিরে থাকে গভীর একাকীত্বকে…

এভাবেই গতিহীন জীবনের আলেখ‍্য লিখে রাখে
নিঃশব্দ রাতের শিশির…
ডায়েরির মলিন হলদেটে পাতায়…কান্না ভেজা স্মৃতি…পশ্চিমে শেষ হয়ে যাওয়া দিনগুলোর হিসেব রাখে।

কতগুলো পুড়ে যাওয়া পাতার ছাইয়ের স্তূপে
অনুভূতিরা তখন কালো ধোঁয়া…কারুর বুকে নিকোটিনের প্রলেপ তো কারো ফোলা ডাগর চোখ…

এভাবেই স্তিমিত তমসায় হাওয়ারা হারিয়ে যায়।
আমরা তবু বাঁচি মরুদ‍্যানের স্বপ্নে…অন‍্য ভায়োলিনের মৃদুতায়….

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০