শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি দিবস

কবিঃ জোবাইর আহমাদ

২১ মার্চ, বিশ্ব কবি দিবস আজ,
গুনিজন পরেছেন সম্মানের তাজ।
ভুলবার নয় এ মহিমান্বিত দিন,
চির স্মরণীয় হয়ে থাকবে, হবেনা বিলীন।

সকল গুনিজনের তরে জানাই সম্মান,
তাঁরা আজ অমর, তাঁরাই মহিয়ান।
তাঁদের অবদানে আজ আমরা লিখে যাই,
তাঁদের শ্রম, সাধনা অস্বীকার করার সুযোগ নাই।

কবিষদের নিমিত্তে পেয়েছি কবিতার ছন্দ,
তাই’ত লিখে যাই, হয়না কভু দ্বন্দ্ব।
স্মরি তাঁদের দিয়ে চিত্ত রেখেছি হৃদয় গহীনে,
থাকবে তাঁরা অমর হয়ে আমাদের অন্তঃকরণে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১