নিজস্ব ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হলেন মিশিগান রাজ্যের গভর্নর গ্রীচেন হুইটমারের স্বামী। করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে গভর্নরের কার্যালয় মঙ্গলবার নিশ্চিত করেছে।
হুইটমারের মুখপাত্র ববি লেডি বলেছেন, গভর্নর গ্রেচেন হুইটমারের স্বামী মার্ক ম্যালরির করোনাভাইরাস শনাক্ত হবার পর তাঁরা দু,জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ববি লেডি বলেন, হুইটমারের পুরো পরিবারকে টিকা দেয়া হয়েছে এবং এখনো গভর্নরের মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।
তিনি বলেন, মার্ক ম্যালরি করোনাভাইরাসে আক্রান্ত হবার পর হুইটমারকে করোনা পরীক্ষা করা হয়েছে এবং যার ফল নেগেটিভ এসেছে। তবে গভর্নর পিসিআর পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এবং তাঁর পিসিআর পরীক্ষা ফিরে না আসা পর্যন্ত তিনি আপাতত আইসোলেশনে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো বলেন, দেশের অনেক পরিবারের মতো, গভর্নরও স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী পরিবারের সদস্যদের সাথে ক্রিসমাস উদযাপন করেছেন। সৌভাগ্যক্রমে, পুরো পরিবারকে সম্পূর্ণরূপে টিকা দেয়া হয়েছিল। তাই হয়তো গভর্নরের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।