সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে খাওয়ার ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে ফাইজার

গবেষকরা ফাইজারের টিকাকে বাজারে প্রচলিত করোনা টিকাগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর হিসেবে মনে করছেন। মার্কিন এই ওষুধ কম্পানিটি ঘোষণা দিয়েছে, প্রাণঘাতী এই রোগের মুখে খাওয়ার ওষুধও দ্রুত বাজারে আনার কাজ করছে তারা। চলছে বড় আকারের গবেষণা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই দৌড়ে ফাইজার একা নয়। মার্কিন ওষুধ কম্পানি মের্ক অ্যান্ড কো (এমআরকে ডট এন) এবং সুইস ওষুধ কম্পানি রশে হোল্ডিং এজি (আরওজি ডট এস) এরই মধ্যে এ ক্ষেত্রে ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছে।

মুখে খাওয়ার করোনা ওষুধ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতিমধ্যে একটি ওষুধ প্রস্তুত করা হয়েছে। আপাতত সেই ওষুধের নাম দেওয়া হয়েছে পিএফ-০৭৩২১৩৩২।

তিনি বলেন, প্রস্তুতকৃত এই ওষুধটি ২ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবীরা সবাই ১৮ বা তার অধিক বয়সী। বর্তমানে সেই ট্রায়াল মাঝারি পর্যায় অতিক্রম করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১